শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আরো খবর

ঝিকরগাছা প্রতিনিধি:যশোরে ঝিকরগাছায় বজ্রপাতে আব্দুল মালেক পাটোয়ারী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৭ এপ্রিল রোববার সকাল ৯টার দিকে উপজেলার বড় পৌদাউলিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক পাটোয়ারী ওই গ্রামের মৃত মৃত ওমর আলী পাটোয়ারীর ছেলে।

স্থানীয় শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী জানান, আব্দুল মালেক রোববার সকালে বাড়ির পাশের মাঠে ইরি ধানের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যান। বাড়ি ফেরার পথে সকাল ৯টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তিনি আরো জানান,পবিত্র ঈদুল ফিতরের আগে আকস্মিক এ মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ