ঝিকরগাছা( যশোর )প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় বাঁকড়া ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যশোর -২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি সাবিরা নাজমুল মুন্নি।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদউন নবী মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রোফেসর আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক মাহমুদ শরীফ, বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অবু সাইদ, বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম তুষার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু রাসেল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি সাব্বিরা নাজমুল মুন্নি বলেন পড়াশোনার বিকল্প নাই আমরা যে যাই করি প্রথমে পড়াশোনা করতে হবে ,পাশাপাশি খেলাধুলা করতে হবে কারণ খেলাধুলা আমাদের মন ভালো রাখে শরীর কে সুস্থ রাখে এবং ঘুম ভালো হয় এটা আমাদের প্রয়োজন । সকলের সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে তার বক্তব্য শেষ করেন ।

