শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় মারামারিতে আহত ৫

আরো খবর

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের ঝিকরগাছার নওয়ালী নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় মারামারিতে ৫ জন মারাত্মক আহত হয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় এই মারামারি হয়। মারাত্মক আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন নওয়ালী গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেন (৫০), আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫১), নওশের আলীর ছেলে নুরুল ইসলাম (৬০), আব্দুল গফুরের ছেলে ফজলে হোসেন বাদশা (৩৬) ও ডাক্তার আবুর ছেলে লোকমান হোসেন মিন্নু (৫০)

বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়টিতে সদ্য প্রধান শিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পরিচালনা পর্ষদের সদস্য বাদেও গ্রামের লোকজন নিয়ে সভা ডেকেছিলেন। একপর্যায়ে সভায় কথা কাটাকাটিতে মারামারি শুরু হয়।

বিদ্যালয়ে সদ্যযোগদানকৃত প্রধান শিক রুহুল কুদ্দুস বলেন, বিদ্যালয়ে এখনো দুইটি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
এ নিয়ে গ্রামে দুটি প তৈরি হয়েছে। সভা চলাকালীন উভয়পরে মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়।

আহত আলতাফ হোসেন জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা চলছিল। একপর্যায়ে গ্রামের বিপ্লব হোসেন আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় আমার চাচাতো ভাই ফজলে হোসেন বাদশা ঠেকাতে গেলে তাকেও মেরে হাত ভেঙে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধান শিকের আমন্ত্রণে বিদ্যালয়ে গিয়েছিলাম। একপর্যায়ে দুই গ্রুপের ভেতর মারামারি হয়। আমি ও আমরা চাচাতো ভাই নুরুল ইসলামসহ কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে আসছিলাম। ঝিকরগাছা পারবাজার পৌঁছালে আলতাফের ভাগ্নে রিপনসহ বেশকিছুদিন লোকজন আমাদেরকে ইজিবাইক থেকে নামিয়ে হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার প্রতাপ রায় বলেন, চারজন আহত হয়েছেন। এরমধ্যে আলতাফ হোসেনের মাথায় সাতটি সেলাই দেওয়া লেগেছে। চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আহতরা চিকিৎসাধীন আছেন। এখনো কোনো মামলা হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ