শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আরো খবর

ভ্রম্যমান প্রতিনিধি:

আপসহীন গণতান্ত্রিক নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও গণমানুষের নেতা ইমরান হাসান সামাদ নিপুন। এছাড়াও ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়—তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

আরো পড়ুন

সর্বশেষ