নিজস্ব প্রতিবেদক:যশোরের ঝিকরগাছায় মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার নাসির উদ্দিন এটি উদ্বোধন করেন। গণপুর্ত অধিদপ্তর ১৪ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে মডেল মসজিদ টি নির্মাণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ এবং ইমাম পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

