নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছায় ডহর মাগুরা মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এই ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. নাসির উদ্দিন। শিক্ষা ও প্রকৌশল বিভাগ ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে। পরে মাদ্রসা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

