শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় যুবককে পিটিয়ে হত্যা,খুনি আটক

আরো খবর

ঝিকরগাছা প্রতিনিধি:যশোরে পাওনা টাকা না দেয়ায় আল-আমিন হোসেন (৩০) নামে এক মাদকসেবী যুবককে পিটিয়ে হত্যা করেছে ইমরান হোসেন নামে এক যুবক। পুলিশ হত্যাকারী ইমরান হোসেনকে আটক করেছে।

আজ রবিবার (১৮ জুন) যশোর ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, শিওরদাহ গ্রামে আলামিন ঘর জামাই হিসেবে থাকতো। আর আসল ঠিকানা পাওয়া যায়নি। তবে তার বাপের নাম মোহাম্মদ আজাদ। বাবা আজাদ ওই গ্রামে ঘর জামাই থাকতো। আলামিন একই গ্রামের ইমরান হোসেন নামে এক যুবকের কাছ থেকে দুই হাজার ৪০০ টাকা ধার হিসাবে নাই। আজ সকাল সাড়ে ৭টার দিকে আলামিন তার শ্বশুরবাড়ির একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নেশা করছিলো।

এ সময় ইমরান তাকে খুঁজতে খুঁজতে ওই ছাদের উপরে যায়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরানের সাথে আলামিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান লোহার রড দিয়ে আল-আমিনকে পিটিয়ে আহত করে। এ সময় আলামিন আহত অবস্থায় ওই ছাদ থেকে পড়ে যায়।

পরে স্থানীয়রা আলামিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, মারধরের ঘটনায় আল-আমিন নামে হাসপাতালে ভর্তি করা হয় সকাল পৌনে ৮টায়। চিকিৎসাধীন অবস্থায় ৯টা ২০ মিনিটে তার মৃত্যু ঘটেছে।

জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, হত্যাকারী ইমরানকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ