শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো খবর

বাঁকড়া (ঝিকরগাছা) প্রতিনিধি :যশোরের ঝিকরগাছা উপজেলা রোডে অবস্থিত ঝিকরগাছা প্রবাহ কোচিং এর আয়োজনে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযো(গিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ৯০ জন শিশু কিশোর অংশগ্রহণ করে। পরে এদের মধ্যে থেকে ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

 

 

প্রবাহ কোচিং সেন্টারের পরিচালক আসিফ হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সেবা সংগঠন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। তিনি তার বক্তব্যে শিশু কিশোরদের সৃজনশীল মেধা বিকাশে এধরণের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, আজ শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এর থেকে বের করে হলে তাদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উদ্দীন, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক শেখ মহাসীন আলী,

ঝিকরগাছা উপজেলা প্রশাসন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুর রশিদ, হাড়িয়াদেয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতাউর রহমান, ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির শিক্ষক আরিফ বিল্লাহ, বিএম হাইস্কুলের শিক্ষক রাবেয়া খাতুন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান মনি, আইয়ুব হোসেন, বুলবুল আহমেদ, মাহাবুব হোসেন, মিজানুর রহমান, বাবুল আক্তার, হজরত আলী মন্টু সহ আরও অনেকে।

 

 

অনুষ্ঠানে ৪ ক্যাটাগরীতে মোট ১২ জন প্রতিযোগীর হাতে ক্রেস্ট এবং নগদ টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে কোচিং সেন্টার এর পক্ষ থেকে একটি করে ফাইল ও কলম উপহার দেওয়া হয়। এসময় সকল অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের অভিভাবক ও কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ