ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় সড়ক নির্মাণ কাজ উদ্বোধন এবং আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিমুলিয়া ইউনিয়নে এই সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার নাসির উদ্দিন। আন্দুলপতা হতে মাটিকুমড়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক পাকা করন কাজ বাস্তাবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার নাসির উদ্দিন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিকরগাছায় সড়ক নির্মাণ কাজ উদ্বোধন ও আ’ লীগের কর্মী সভা অনুষ্ঠিত

