শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় সাড়ে ৪ কেজি সোনাসহ দুই চোরাকারবারি আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ঝিকরগাছা পুলিশের অভিযানে সাড়ে ৪ কেজি সোনাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোরের ভেকুটিয়া গ্রামের আবুবকরের ছেলে শাহিন আলম ও মহেশপুরের গোপালপুরের গ্রামের শাহাজান আলীর ছেলে মাসুম বিল্লাহ। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাভারন  ছুটিপুর রোডের কায়েমখোলা বাজারে এই অভিযান চালানো হয়।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, স্বর্ণের একটি বড় চালান পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কায়েমকোলা বাজারে অবস্থান নেয়।  ওই সময় সন্দেহভাজন দুজনের শরীর তল্লাশী করা হয়। এসময় মাসুম বিল্লাহর কোমরে বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশটি সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে  ৪ পিসের প্রতিটির ওজন এক কেজি, বাকি ছয়পিসের ওজন প্রতিটি একশ’ গ্রাম।
তিনি আরো জানান, আটককৃত আসামিদের ঝিকরগাছা থানায় আনা হয়েছে।
আসামির শরীর তল্লাশীর সময় ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান, থানার ওসি সুমন ভক্তসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ