শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছার পালাতক আসামি খুলনা থেকে গ্রেপ্তার

আরো খবর

বাঁকড়া ঝিকরগাছা প্রতিনিধি:

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা। অবশেষে পরোয়ানা ভুক্ত আসামি হাফেজ মাওলানা অলিয়ার রহমান (৫৯) পুলিশের হাতে ধরা পড়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, অলিয়ার রহমান দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পরে গত বছর ৩০ডিসেম্বর তাকে আটক করে জেলে পাঠানো হয়। পরে জামিনে বের হয়ে আতœগোপনে চলে যান তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে খুলনার আড়ংঘাটা থেকে গ্রেফতার করা হয় এবং বুধবার তাকে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়। তার বিরুদ্ধে সি আর-মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও টাকা অর্থদন্ড অপর একটি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।

 

হাফেজ ওলিয়ার রহমানকে খুলনার আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা মোড়ল পাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার রেজাউল করিমের বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয়। তিনি স্বপরিবারে ৫/৬ মাস ধরে এই বাসায় ভাড়া থাকতেন।

আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় শিওরদাহ পুলিশ ক্যাম্পের এস আই বেলাল হোসেন, এ, এস আই মো: মোকাদ্দেস হোসেন সঙ্গিয় ফোর্সসহ আসামীকে আটক করে। তার নামে ২ টি সি আর মামলায় সাজা পরোয়ানা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ