আবুহেনা উজ্জল: যশোরের ঝিকরগাছায় আড়াই কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকা করনের কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. নাসির উদ্দিন এই সড়ক উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার নিরালসভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় ঝিকরগাছা-চৌগাছায় উন্নয়নে মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মুজিব বর্ষের উপহার হিসেবে দু’উপজেলার প্রত্যেকটি রাস্তা উন্নয়ন করা হবে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের একসাথে কাজ করার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাখখী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামাল, আরো উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঝিকরগাছায় আড়াই কোটি টাকার রাস্তা পাকা করনের কাজ উদ্বোধন করেন এমপি নাসির উদ্দিন

