সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় চায়ের দোকানে বাকবিতণ্ডা চাচার হাতে ভাইপো খুন

আরো খবর

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে চায়ের দোকানে বাকবিতণ্ডার সূত্র ধরে
চাচার হাতে ভাইপো খুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুয়েল(৩০) হাড়িয়াদেয়াড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

সরেজমিন পরিদর্শনে জানা যায়, হাড়িয়াদেয়াড়া জামসেদের মোড়ের উপর বাবুলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর শুক্রবার (১৭ডিসেম্বর) সকাল ৬ টার দিকে নিহতের পিতা ও চাচা আব্দুল মান্নান’র মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ের কথা কাটাকাটি হয়। তখন পিতাকে থামানোর জন্য জুয়েল হাজির হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চাচা ও চাচাতো ভাইদের আক্রমণের এক পর্যায়ে মেহুগনী গাছের ডাল দিয়ে নিহতের মাথায়, হাতে ও পায়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে গুরুতর জখম করে।
প্রথমে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকায় আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় নিহতের পিতা ৮জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেছেন। মামলা নং ১২। তারিখ -১৮/১২/২০২১ইং মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখন সম্পূর্ণ নাম ঘোষনা করা সম্ভব হচ্ছে না। আশাকরি অতিদ্রুত আমরা সকল আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো। যশোর জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের পর শনিবার বিকাল ৫টার সময় পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ