ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ঝিকরগাছা উপজেলার ০৯নং হাজিরবাগ ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার বিকালে মাটিকোমরা আঞ্চলিক অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোস্তফা আসাদুজ্জামান আসাদ সভাপতি ০৯ নং হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলে, যুগ্ম-সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি সদস্য আতিয়ার রহমান, সাংগাঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন তুফা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য রিজাউল করিম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিন্টু হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা মাবুদ খাঁ, মাষ্টার খায়রুল ইসলাম, মাষ্টার আঃ আলিম ডালিম, মিজানুর রহমান, মুজিবুর রহমান বাংলা, ইউপি সদস্য সাহাবাজ মোড়ল, আক্তারুল ইসলাম, যুব লীগ নেতা হাফিজুর রহমান হাফু, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্ঠার এনামুল কবির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ।
ঝিকরগাছায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

