রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় দাম কমেছে সবজির

আরো খবর

 

ঝিকরগাছা প্রতিনিধি
বাজারে সবজির দাম কমতে শুরু করায় বাজারে আসা ভ্যানচালক সাইফুল জানান, বাজারে ঢুকতে আগে ভয় পেতাম। এখন সেই ভয় অনেকটা কমে গেছে। আমরা দুডো খেয়ে বাঁচবো ।

ঝিকরগাছার বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সবজির । এতে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা।
কয়েক সপ্তাহ পুর্বে ৬০/৭০ টাকার নিচে কোনো সবজি না পাওয়া গেলেও বর্তমান বাজারে সে দাম কমতে শুরু করেছে।
ক্রেতারা বলছেন, আসন্ন শীতের এই সময় দাম আরো কম থাকার কথা। সেই তুলনায় কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।
শনিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যেখানে একটি ফুলকপি ৬০-৭০ টাকায় বিক্রি হতো এখন দাম কমে ৩০-৪০ টাকা হয়েছে, বাধা কপি ৪০ টাকা থেকে কমে ২০ টাকা হয়েছে, বরবটি ৮০ টাকা থেকে কমে ৫০টাকা, ১১০ টাকার সিম ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, শসা ৪অ টাকা থেকে কমে ৩০ টাকা, বেগুন ৮০ টাকা থেকে কমে ৪০ টাকা, মূলা ৬০ টাকা থেকে কমে ১৫ টাকা, পেপে ৩০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতা হাসান রেজা জানান, গত কয়েকমাস সবজির উৎপাদন কম থাকায় দাম চড়া ছিল। বর্তমানে বাজারে সবজির ঘাটতি না থাকায় দাম আরও কমে যাবে বলে তিনি আশাবাদী

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ