শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছা ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আরো খবর

আলমগীর হোসেন আলম, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নে লাউজানী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিয়ার রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোহাম¥দ মোসলেহ উদ্দিন ফরিদ।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ। যেখানে কোনো অন্যায়-অত্যাচার থাকবে না। এ জন্য ইসলামের বাংলাদেশ তৈরি করতে হলে, সকলকে ন্যায় ইনসাফের পথে আসতে হবে। তাহলে নতুন ভাবে আমরা ইসলামের, বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। তিনি সকলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। দাড়িপাল্লা মার্কা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসা তাহলেই পরিপূর্ণ ইসলামের বাংলাদেশ হবে গঠন হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সৎ লোকের শাসন কায়েম হবে। ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মকবুল হুসাইন, যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, যুব টিম সদস্য জহিরুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি কামাল ফারুখী, সেক্রেটারি আসলাম হোসেন, ৮নং ওর্য়াড জামায়াতের সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি শাহাবুদ্দিন, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরান হোসেন, সেক্রেটারি গাজী ফয়েজ, সাবেক মেম্বার শাহজাহান আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ