বিশেষ প্রতিনিধি:
উপজেলা পরিষদ নির্বাচনে সেলিম রেজাকে সমর্থন দিয়ে মাঠে নেমেছেন সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। একই সাথে দল বেধে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধাগণসহ ছাত্রলীগ যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার পড়ন্ত বিকালে এই নান্দনিক চিত্র দেখা যায় উপজেলার বাসষ্টান্ড এলাকায়।
এদিন কপোতাক্ষ তীরবর্তী জনাকীর্ণ এলাকায় সেলিম রেজার ঘোড়া মার্কার পক্ষে পথ সভার আয়োজন করা হয়। বেশীরভাগ মানুষ জানতেন না ওই সভায় কে প্রধান অতিথি হবেন।
মেঘলা আকাশে সূর্যের লোকচুরি খেলার মধ্যে সেখানে গুটি গুটি পায়ে প্রথম হাজির হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল। ঘোড়া মার্কার কর্মীরা তাকে চিল্লায়ে সাদরসম্ভাষন জানালেন। অনেকে ভাবলেন তিনিই আজ প্রধান অতিথি হবেন। কয়েক মিনিট পর সেখানে হাজির হয়ে চমক সৃস্টি করেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড মনিরুল ইসলাম। তাকে অভ্যর্থনা জানাতে জানাতে সভা স্থলে যোগদেন সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাসির উদ্দিন। এযেনো মেঘ না চাইতে বৃস্টি। অবাক করা এই প্রাপ্তি সামলে নিতেই সেখানে যোগদেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ।
এর পর একর পর এক চমক আসতেই থাকে। সভায় যোগদেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে আসতে থাকে আওয়ামীসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তৃর্ণমূল থেকে আসা অসংখ্য ঘোড়া মার্কার মিছিল এবং তাদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে বাসষ্টান্ড চত্বর। পথসভা জনসমুদ্রে পরিনত হয়। পরে নেতৃবৃন্দ ঘোড়া মার্কার লিফলেট বিতরণ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।
দীর্ঘদিন পর আওয়ামী লীগের শীষ নেতৃবৃন্দকে একাট্ট দেখে ঘোড়া মার্কার নেতাকর্মীদের মধ্যে সৃস্টি হয়েছে বিপুল উৎসাহ উদ্দিপনা। তারা বলেছেন, অতিতে কোন নির্বাচনে এমন নজির দেখেননি। যা আজ সেলিম রেজার পক্ষে দেখা গেল। শুধু হেভি ওয়েট নেতাদের উপস্থিতি নয়। সকলেই সেলিম রেজা সৎ যোগ্য এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক আখ্যা দিয়ে তার বিজয় নিশ্চত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আগামী ২১ মে ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ধতা করছেন উদিয়মান তরুন নেতা সেলিম রেজা। তার বিপরিতে লড়ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম এবং ঝিকরগাছার প্রথম উপজেলা চেয়ারম্যান প্রয়াত রবিউল ইসলামের কন্যা লুবনা তাক্ষী। সেলিম রেজা গত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

