শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছা পৌরসভার ১৩১কোটি ৭৪লাখ টাকার  বাজেট পেশ

আরো খবর

এম.আমিরুল ইসলাম জীবন:যশোরের ঝিকরগাছা পৌরসভার ২৬তম প্রস্তাবিত বাজেট পেশ উপলক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১৩১কোটি ৭৪লক্ষ ৪হাজার ৮শত টাকা ৯পয়সা। রবিবার (২৫ জুন) বেলা ১২টার সময়ে পৌর কার্যালয়ে এই আয়োজনে পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবীব শিপার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার, হিসাব রক্ষক খায়রুল আলম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধরণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, কাউন্সিলর নজরুল ইসলাম, আরিফুর রহমান, সাজ্জাতুল জামান রনি, আঃ আলিম গাজী, একরামুল হক খোকন, নুরুজ্জামান বাবু, আমিরুল ইসলাম রাজা, তারিকুজ্জামান, ইউনুছ আলী, সংরক্ষিত আসনে কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, মোছাঃ জেসমিন সুলতানা, নাজমুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারী সহ আরো অনেকে।

আরো পড়ুন

সর্বশেষ