শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছা সীমান্তে কৃষকের হারানো গরু নিলামে বিক্রি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা সীমান্তের ব্যাংদাহ গ্রামের হতদরিদ্র কৃষক রবিউলের হারানো গরু বিক্রি হয়ে গেলো নিলামে। গরুটি বিজিবি আটক করে বেনাপোল কাস্টমসে জমা করার পর তা নিলামে বিক্রি করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

কৃষক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতে দড়ি ছিঁড়ে গোয়াল থেকে হারিয়ে যায় গরুটি। গরু হারানোর পরে ফিরে পেতে মাইক ভাড়া করে প্রচার চালানো হয় এবং ঝিকরগাছা থানায় তিনি জিডি করেন। কিন্তু এসময় স্থানীয় ক্যাম্পের কয়েকজন বিজিবি সদস্য জানায়, “আপনাদের গরু তো ইন্ডিয়ায় চলে গেছে, মাইকিং করে লাভ কী!” তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বিজিবির টহল দল গরুটি আটক করে বেনাপোল কাস্টমসে জমা দিয়েছে।

পরবর্তীতে গ্রামবাসী মিলে বিজিবি ক্যাম্পে গেলে ক্যাম্পের নায়েক সুবেদার মাহাবুব জানান, রাস্তার উপর গরুটি দেখতে পেয়ে ক্যাম্পের হাবিলদার সেটি ধরে নিয়ে আসেন।

গরু নিলাম ক্রেতা ইউএস এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ ইউনুস আলী বলেন, নিয়ম মেনে গরুটি আমরা বেনাপোল কাস্টম হাউস থেকে ২০ হাজার ৫শ টাকায় নিলামে কিনেছি।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার রাতে ব্যাংদাহ সীমান্তে একটি গরু পাওয়া যায়। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত গরুটি আমাদের জিম্মায় ছিল। পরে আমরা কাস্টমসে সিজার হিসেবে জমা করি। এসময় গরুর মালিকসহ এলাকাবাসী আসলে তাদেরকে কাস্টমসের সাথে যোগাযোগ করতে বলি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গরুর মালিক দরিদ্র। আমরা গরুর মালিকের সাথে বসে রিকভারি করার ব্যবস্থা করবো।

বেনাপোল কাস্টমসের বিজিবি গোডাউন সাউডের রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বিজিবি কর্তৃক একটি গরু আমাদের কাছে জমা দেই। নিয়ম অনুযায়ী গরু জমা হওয়ার কয়েক ঘন্টা পর আমরা নিলাম করে দেই। গরুর মালিক আমাদের কাছে আসেনি।

 

আরো পড়ুন

সর্বশেষ