ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত যুবক (৩২) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে ওই গ্রামের বাবু মিয়ার পাট ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঘাস কাটতে যেয়ে গ্রামবাসী লাশটি দেখতে পায়। তারপর তারা পুলিশকে খবর দেয়। লাশটি কমপক্ষে ২/৩ দিন আগের। লাশ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। মাথা ও ধর আলাদা ভাবে একই জায়গায় পড়ে আছে। লাশের ২০ গজ দূরে সিগারেট, বিস্কুটসহ যৌন কাজে ব্যবহার্য বেশকিছু সরঞ্জামও পড়ে আছে বলেও তারা জানায়।
ওসি সোহেল রানা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আড়ুয়াকান্দী গ্রামের উত্তর পাড়ার দুই পাট ক্ষেতের বাবু নামক ব্যক্তির পাট ক্ষেতের আইলের পাশেই লাশটি পড়ে ছিল। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। সে কারণে ধারণা করা হচ্ছে, লাশটি দুই-তিন দিন আগের। লাশের কয়েক গজ দূরে আমরা কিছু সিগারেট, বিস্কুটসহ নেশা ও যৌনকাজে বাবহার্য সরঞ্জাম উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশের ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করেছে। কি কারণে এমন হত্যাকান্ড হতে পারে তা তদন্তের পরেই বলা যাবে।
ওসি আরও জানান, লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর চলছে। এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা হয়নি।
ঝিনাইদহে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

