সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয়তাবাদী কৃষক দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা কৃষক দলের আয়োজনে শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড, এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব এম এ মজিদ।
অন্যান্যরা বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির আহ্বায়ক এ্যাড মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।
বক্তারা, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ