বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ

আরো খবর

ঝিনাইদহ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার চারটি আসনের মোট ২১ জন প্রাথীর হাতে তাদের নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয়।প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

ঝিনাইদহ-১ আসন (শৈলকুপা ও সদরের আংশিক) জন্য ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির মো. আসাদুজ্জামান। দশ দলীয় জোটের প্রার্থী আবু ছালেহ মতিউর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা। এছাড়া এবি পার্টির মতিয়ার রহমান ঈগল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর মো. সহিদুল এনাম পল্লব মিয়া কাঁচি এবং জাতীয় পার্টির মনিকা আলম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

 

ঝিনাইদহ-২ আসনে (সদর ও হরিণাকুন্ড) উপজেলা নিয়ে বিএনপির প্রার্থী আব্দুল মজিদ ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। দশ দলীয় জোটের আলী আজম আবু বকর পেয়েছেন দাঁড়িপাল্লা। বাসদের আসসাদুল ইসলাম মই, সিপিবির আবু তোয়াব কাস্তে, ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম মমতাজুর রহমান হাতপাখা এবং জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম লাঙ্গল প্রতীক পেয়েছেন।ঝিনাইদহ-৩ আসনে (কোটচাঁদপুর ও মহেশপুর) উপজেলা বিএনপির মোহাম্মদ মেহেদী হাসান পেয়েছেন ধানের শীষ।

 

দশ দলীয় জোটের মতিয়ার রহমান দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মাওলানা সরোয়ার হোসেন হাতপাখা এবং গণঅধিকার পরিষদের সুমন কবির ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদর উপজেলার চারটি ইউনিয়ন) নিয়ে বিএনপির রাশেদ খান পেয়েছেন ধানের শীষ। দশ দলীয় জোটের আবু তালিব দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ কাপ পিরিচ, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল হাতপাখা, গণফোরামের খনিয়া খানম উদীয়মান সূর্য এবং জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু লাঙ্গল প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুুতি গ্রহন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ