
আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগম (৪৮) এর ওসাথে গত তিন মাস আগে বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পাশ^বর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শশুরবাড়ি থেকে বের হয়। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়। তবে সে আত্মহত্যা করেছে না অন্য কোন কারনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে তা জানা যায়নি।
কালীগঞ্জ থানার পলিশ এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ট্রেনে কাটা পড়ে মারা গেছে, তাই মরদেহ উদ্ধার করবে রেল পুলিশ। তবে তার কাছে থাকা ২৩১০ টাকা এবং একটা ভাংগা সিমফনি বাটন মোবাইল ফোন আমি হেফাজতে নিয়েছি। এটা নিহতের পারবারের কাছে হস্তান্তর করা হবে।
মোবারকগঞ্জ রেলষ্টেশনের মাস্টার শোভন রায় নিহতের ঘটনা নিশ্চত করে জানান, ঘটনা জানার পর যশোর রেল পুলিশকে জাননো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার কবরেন।

