শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে ধান ক্ষেত থেকে কৃষকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে ইসহাক আলী (৭০) নামে এক কৃষকের হাত পা ও গলায় দড়ি বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইসহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গ্রামের মাঠের ধানক্ষেত থেকে তার হাত, পা ও গলায় দড়ি বাঁধা মরদেহ উদ্ধার করা হয় ।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে রাঙ্গিয়ার পোতা গ্রামের ঠাকুর খাল নামক স্থানে একটি ধানক্ষেতে ইসহাক আলীর লাশ পড়ে থাকতে দেখেন ওই সময় মাঠে কাজ করা কৃষকরা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় তিনি আরো বলেন , ১৫ বছর আগে স্ত্রী হারানো ইসহাক আলী গ্রামের নিরীহ ব্যক্তি হিসাবে পরিচিত।
এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন

সর্বশেষ