রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আরো খবর

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার নগরবাথান বাজারে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপির। কর্মসূচীর শুরুতে জেলাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শামসুজ্জামান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা, দেশে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যর্থতা উল্লেখ করে দাম কমাতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এতে ব্যার্থ হলে সরকারকে পদত্যাগ করার পরামর্শ দেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ