মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজকে বহিস্কার

আরো খবর

 

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি/ সাধারন সম্পাদক/৭৭/৯৯/২০২৬ নং স্বারকে দলীয় গঠথণৈ।থ্যল(৫) গ, ধারা মোতাবেক কেন্দ্রীয় কমিটির প্যাাড ২০ জানুয়ারি তাকে বহিস্কার করা হয়।

 

 

সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। ফিরোজ এ আসন থেকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে আরো দুইজন কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য, মুর্শিদা জামান।

 

নানা নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ প্রর্যন্ত গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁনকে দলীয় মনোনয়ন দেন বিএনপি। পরে হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান দলের সিদ্ধান্ত মেনে নিলেও ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করে নির্বাচন করছেন।

 

বিজ্ঞপ্তিতে আেেরা বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাইফুল ইসলাম ফিরোজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের ফিরোজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

 

প্রসঙ্গত, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার পালিয়ে যায়। এরপর থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফিরোজ অনুসারিরা চাঁদাবাজি, দখল, মাছ লুটসহ সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও নির্যাতন করলেও কোন ব্যবস্থা গ্রহন করেননি। ফলে দিনে দিনে নেতিবাচক প্রভাব পড়তে থাকে ভোটের মাঠে। সর্বশেষ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিরোজের বহিস্কার আদেশে আরো কোনঠাসা হযে পড়লো তার অনুসারিরা।

আরো পড়ুন

সর্বশেষ