ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪.৩০ টায় আরাপপুর যুবসমাজের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি আরাপপুর বাস স্টান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আরাপপুর ঝিনুক চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তাতিদলের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিমের সঞ্চালনায় ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঝিনাইদহ জেলা যুবদলের অন্যতম নেতা মোঃ সাজ্জাদুর হক মিলন মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ মুস্তাক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজু আহম্মেদ রাজিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল,কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু,ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিবুর রহমান,পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাছিবুর জামান এছাড়াও সকল ইউনিটের নেতৃবৃন্দ।
মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, মাদককে না বলি সুস্থ জীবন গড়ে তুলি এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালি ও সমাবেশে যুবসমাজের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক এখন সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুরের ৮নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে অবাধে মাদক ব্যবসা চলছে। এতে স্থানীয় তরুণ সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অবিলম্বে মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া জরুরি।
বক্তারা আরো বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। তারা সদর উপজেলাসহ ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই আন্দোলনকে বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।

