শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

‎ঝিনাইদহ প্রতিনিধি:‎‎ঝিনাইদহ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪.৩০ টায় আরাপপুর যুবসমাজের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি আরাপপুর বাস স্টান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আরাপপুর ঝিনুক চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎‎জেলা তাতিদলের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিমের সঞ্চালনায় ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঝিনাইদহ জেলা যুবদলের অন্যতম নেতা মোঃ সাজ্জাদুর হক মিলন মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ মুস্তাক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজু আহম্মেদ রাজিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল,কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু,ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিবুর রহমান,পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাছিবুর জামান এছাড়াও সকল ইউনিটের নেতৃবৃন্দ।

‎মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, মাদককে না বলি সুস্থ জীবন গড়ে তুলি  এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‌্যালি ও সমাবেশে যুবসমাজের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক এখন সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুরের ৮নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে অবাধে মাদক ব্যবসা চলছে। এতে স্থানীয় তরুণ সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অবিলম্বে মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া জরুরি।

‎বক্তারা আরো বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। তারা সদর উপজেলাসহ ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই আন্দোলনকে বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ