শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডেন্টাল বিভাগের ইন্সট্রাক্টর কার্তিক গোপাল বিশ্বাস ছাত্রীদের শহরের ব্যাপারী পাড়াস্থ তার চেম্বারে ডেকে হাতে-কলমে প্রশিক্ষণের নামে যৌন নির্যাতন চালাতেন।
এ ব্যাপারে আইএইচটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রেজিনা আহম্মেদ জানান, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সব ঘটনা তদন্ত করা হয়েছে। প্রায় সব অভিযোগই সত্য বলে প্রমাণিত হয়েছে। যৌন নির্যাতনের কিছু ভিডিও ফুটেজও হাতে পেয়েছি। এ ঘটনায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

