কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:কালীগঞ্জ গান্না সড়কের মাধবপুর এলাকায় তেলবাহী ট্রাক চাপায় সমসের মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে গান্না সড়কের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমসের মন্ডল উপজেলার খামারাইল গ্রামের খোকন হোসেনের ছেলে।
যাত্রীবাহী একটি ইজিবাইক কালীগঞ্জ শহরের দিকে আসছিল। পথিমধ্যে মাধবপুর এলাকায় পেছন থেকে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যুু হয়। এসময় আহত হয় ইজিবাইকের অন্তত ৮ যাত্রী। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফনান জামির বৃষ্টি জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৯ জনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৬ জনের হাসপাতালে চিকিৎসা চলছে।
ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৯ জন

