শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে সিএনজি- পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ৬

আরো খবর

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুর বটতলা নামক স্থানে যাত্রীবাহি সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম, শরিফা খাতুন অজ্ঞাত একজন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন যাত্রী।

নিহত কালাম একই উপজেলার ঠিকডাঙ্গা গ্রামের আয়নালের ছেলে ও অপর জন শরিফা খাতুন একই উপজেলার সাতগাছি গ্রামের কামরুলের স্ত্রী। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার রাত ৮ টার দিকে। স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

কালীগঞ্জের বারোবাজার ক্যাম্পের ইনচার্জ হায়াত মাহমুদ খান জানান, আজ রাত ৮ টার দিকে বারোবাজার থেকে সিএনজি যাত্রী নিয়ে কালীগঞ্জে যাচ্ছিলো ; পথিমধ্যে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরমুখি পিকআপ পিরোজপুর নামক স্থানে পৌছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে আবুল কালাম ও শরিফা খাতুন নিহত ও ৬ জন আহত হয়। পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে মর্গে ও হাসপাতালে পাঠিয়েছে। সড়ক দুর্ঘটনার কারন হিসেবে পুলিশ আরও জানান, বেপরোয়া গতির কারনে সড়কে এ দুর্ঘনাটি ঘটে।

আরো পড়ুন

সর্বশেষ