রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে কামরুজ্জামান শামীম (৪৫) নামেসাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার সাড়ে ৮ টার দিকে ওই উপজেলার শুড়া গ্রামের খালের ধারে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান শামীম একই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে বাড়ি থেকে হরিনাকুন্ডু উপজেলা শহরের উদ্দেশ্যে বের হয় শামীম হোসেন। এরপর রাতে বাড়ির পাশের খালের ধারে শামীমকে গুলিবৃদ্ধ অবস্থায় দেখেতে পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহত শামীমের বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ জানান, হাসপাতালে আসার আগেই শামীমের মৃত্যু হয়।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। হত্যা কান্ডের সাথে জড়িতদেরকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ