শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ আ’লীগের সাধারন সম্পাদক আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল ইমরান, সেচ্চাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারন সম্পাদক রানা হামিদ, কৃষক লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমুলক ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহে ফিরিয়ে দেওয়ার দাবি তাদের।
ঝিনাইদহ-০৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে মঙ্গলবার (১১জুন) বিকেলে ঢাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আরো পড়ুন

সর্বশেষ