মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসব আসনে মনোনয়ন ক্রয় করেছিলেন ৩২ জন প্রার্থী। এরমধ্যে বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকে চারজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতিকে চারজন রয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তারা স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়ন জমা দেন।
ঝিনাইদহ-১ ( শৈলকুপা উপজেলা) আসনে সাতজন, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে ছয়জন, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা) আসনে পাঁচজন ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঝিনাইদহ-১ আসনে মনোনয়পত্র জমা দিয়েছেন বিএনপি মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও সদ্য পদত্যাগ করা এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি ধানের শীষে নির্বাচন করবেন। এবি পার্টির মো. মতিয়ার রহমান, জাতীয় পার্টির মনিকা আলম, বাংলাদেশ জামায়াতে ইমলামীর আবু ছালেহ মো. মতিউর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. সহিদুল এনাম পল্লব মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আসাদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলম বিশ্বাস।
ঝিনাইদহ-২ আসনে বিএনপি দলীয় প্রতিক ধানের শীষে এমএ মজিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাাড়িপাল্লার প্রার্থী আলী আজম মো. আবু বকর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. আসসাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচএম মমতাজুর রহমান, জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. আবু তোয়াব।
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে ধানের শীষে মোহাম্মদ মেহেদী হাসান রনি, গণঅধিকার পরিষদের সুমন কবির ও বাংলাদেশ জামায়াত ইসলামীর দাড়িপাল্লা প্রতিকের মতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের মো. সরোয়ার হোসেন ও এবি পার্টির মুজাহিদুল ইসলাম।
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন গণঅধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবু তালিব, স্বতন্ত্র প্রার্থী দেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসরাম ফিরোজ, প্রয়াত সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান, ব্যবসায়ী ওবাইদুল হক রাসেল ও মীর আমিনুল ইসলাম। এছাড়া জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আব্দুল জলিল ও গণ ফোরাম থেকে খনিয়া খানম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

