শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ থেকে নিখোজ ট্রাকচালকে ৪দিন পর  অচেতন অবস্থায় উদ্ধার

আরো খবর

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহ থেকে নিখোঁজ ট্রাকচালক জয়নালকে ৪দিন পর চুয়াডাঙ্গা জেলার জীননগর উপজেলার হাসাদার বদিনাথপুর মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্দার করা হয়েছে। নিখোঁজ ট্রাকচালক জয়নাল মহেশপুর পৌর এলাকার জলিলপুর বটতলা পাড়ার মৃত জামাল শেখের ছেলে।
বিভিন্ন সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার মাগুরা থেকে ঝিনাইদহের বাইপাস সড়কের পাশে হোটেলে খাবার খেতে দাড়িয়ে হেলপার বাবুকে হোটেলে খাবার দেখতে পাঠালে, হেলপার বাবু হোটেলে ঢুকতেই গাড়ির দিকে তাকালে দেখে দুইটি মোটরসাইকেলে করে ড্রাইভার জয়নালকে জরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক ভাবে হেলপার বাবু জয়নালের পরিবারকে জানালে জয়নালের চাচা ফারুক হোসেন বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নিখোঁজের ৪দিন পর শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদার বদিনাথপুর মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দেখতে পাওয়াদের মধ্যে একজন ট্রাকচালক জয়নালকে চিনতে পেরে তার চাচা ফারুক হোসেনকে জানায়। ফারুক হোসেন দ্রুত নিখোঁজ জয়নালকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন বলেন,আমি শুনেছি তাকে উদ্দার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘটনা ঝিনাইদহ সদরের এ ব্যাপারে ওরাই ভাল বলতে পারবে।

আরো পড়ুন

সর্বশেষ