শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেপ্তার

আরো খবর

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব সূত্র জানায়, ‘গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় নায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।’

চলতি বছরের মার্চ মাসে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর আওয়ামী লীগের মনোনয়নে উপনির্বাচনে নায়েব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরো পড়ুন

সর্বশেষ