শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

আরো খবর

অতনু চৌধুরী(রাজু) মোংলা প্রতিনিধি:ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যার্থীদের আয়োজনে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
বুধবার (১৪’ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১’টায়  অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে এ পূজা শুরু হয়েছে। স্কুলের  শিক্ষক,  শিক্ষিকা ও বিদ্যার্থী’সহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা  সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন।
সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী’সহ বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা  করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে। এবং এ পূজা শেষে সকল ভক্তদের  বিদ্যার্থীরা
প্রসাদ বিতরণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ