শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

টানা চতুর্থবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন শেখ আফিল উদ্দিন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন যশোর -১ (শার্শা) আসনের গণমানুষের নেতা দেশ বরেণ্য শিল্পপতি এবং দৈনিক স্পন্দনের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যদের সাথে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ বাক্য পাঠ করেন তিনি।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনকে বিপুল ভোটে পরাজিত করে নৌকা প্রতীক নিয়ে চতুর্থবারের জন্যে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ আফিল উদ্দিন।
তিনি এর আগে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে।

বুধবার শপথ গ্রহণ শেষে ন্যাম ভবন পৌঁছালে শার্শা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। পরে আলহাজ¦ শেখ আফিল উদ্দিন নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে গিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান, যুবলীগ নেতা নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদারসহ ঢাকায় অবস্থানরত শার্শা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

আরো পড়ুন

সর্বশেষ