শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

টানা পাঁচ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

আজ শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশি কোনও পণ্য ভারতে রফতানি হয়নি। আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হয়েছে।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতে দুর্গাপূজার ছুটি থাকায় ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। শনিবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ