শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

টানা বৃষ্টিতে পানিবন্দি মোরেলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড

আরো খবর

মোরেলগঞ্জ প্রতিনিধি:মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পৌরসভার ৪নং  ওয়ার্ডের পূর্ব সরালিয়া সড়কটি। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত অপসারণ ব্যাহত হচ্ছে। এর ফলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে জলাবদ্ধ এই এলাকায়। পানিবন্দি সাধারণ মানুষের অভিযোগ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই ভোগান্তির শিকার হচ্ছে তারা।

সরজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব সরালিয়া এলাকায়  বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় অর্ধশতাধিক ঘর-বাড়ি ও চলাচলের সড়ক।

রবিবার রাত থেকে ঘনবৃষ্টি হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। ঘর-বাড়িতে পানি ঢুকে পড়ছে। কেউ আবার পানিবন্দি ঘরের ভেতরেই উঁচু মাচা পেতে থাকছেন। আবাসিক বাসার ভিতরে পানি ঢুকায় ভুক্তভোগীরা চরম বিপাকে পড়েছেন। রান্নাবান্না বন্ধ। না খেয়ে দিন কাটছে অনেক পরিবারের।

এদিকে চলাচলের রাস্তাটি  ডুবে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে ওই এলাকায়। অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এসব এলাকার পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হচ্ছে। বৃষ্টির পানি দ্রুত অপসারণ না হওয়ায় ডুবে যাচ্ছে এলাকাগুলো। ফলে বন্যার কবলে পড়তে হচ্ছে  পৌরসভার ওই এলাকাটি কে।

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি দ্রুত প্রবাহে বাধাগ্রস্থ্য হওয়ায় পূর্ব সরালিয়া এই সড়কটি  সামান্য বৃষ্টির পানিতে প্লাবিত হচ্ছে। পুরো বর্ষার মৌসুম জুড়েই চরম দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে এসব এলাকাবাসীদের। চারদিকের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি সড়কে উঠে যাওয়ার ফলে পানিবাহিত রোগের পাশাপাশি বর্তমানে ডেঙ্গু হওয়ার আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর।

৪ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা বলেন, ড্রেনেজ ব্যবস্থার না থাকার কারণে আমরা বারবার পানিবন্দি হচ্ছি। এলাকাবাসী চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।একটু বৃষ্টি হলেই ঘরবাড়ি-রাস্তাঘাট ডুবে যায়। আমাদের রান্নাবান্না ও বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটে। ঘরের ভেতর পানি। শিশুদের নিয়ে অনেক বিপদে আছি। কোথায় যাওয়ার জায়গা নেই। তাই ঘরের ভেতরেই পানিবন্দি জীবন কাটাচ্ছি।

৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নান্না শেখ বলেন,পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ প্রতিনিয়ত চলছে। ইতিমধ্যেই বড় বড় ড্রেন করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে আন্তরিকভাবে ব্যাপক চেষ্টা করছি। ইতিমধ্যে অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আশাকরি দ্রুত এই সমস্যার সমাধান হবে।

আরো পড়ুন

সর্বশেষ