শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

টানা ৪দিনের পনিতে তলিয়ে গেছে বেনাপোলে কৃষকের স্বপ্ন

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:-
টানা ৪দিনের ঝড় ও প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে যশোরের শার্শা ও বেনাপোলের বিস্তীন্ন এলাকার বোরো ধান পাট ও সবজি ক্ষেত। কৃষকের উঠেছে মাথায় হাত। চলতি মৌসুমে ধানের ফলন ভাল হলেও বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটের কারনে সঠিক সময়ে ধান কাটতে পারেনি কৃষকেরা। ফলে পনিতে তলিয়ে গেছে কৃষকের দীর্ঘদিনের লাতিত স্বপ্ন
শার্শা উপজেলার বেনাপোল গোগা পুটখালি বাহাদুরপুর-কায়বা উলাশি ও নিজামপুরসহ ১১টি ইউনিয়নের অধিকাংশ ধানক্ষেত তলিয়ে গেছে পানিতে। জীবন জিবিকার তাগিদে বাসাড়ীতে সড়কে সহ বিস্তন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ধান গোছাতে পরিশ্রম করছেন কৃষক কৃষানীরা। চাষীদের মুখে হতাশার ছাপ। পানিতে পচে নষ্ট হচ্ছে ধান। শ্রমিক সংকটে চাষীরা। বুক সমান পানি থেকে ভেলা করে ক্ষতিগ্রস্ত ধান আনছেন চাষীরা। কিছুটা ক্ষতি পুশিয়ে নিতে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। অপর্যাপ্ত ভেড়ীবাধ সহ পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় হাজার হাজার হেক্টর ধানক্ষেত পানিতে নষ্ট হচ্ছে
শ্রমিকেরাও পড়েছেন বিপাকে। মুজুরী বেশী পেলেও পানি থেকে ধান কাটা বাধা ও ছাড়াতে শ্রম লাগছে বেশী-ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষী ও শ্রমিকেরা-
শার্র্শা উপজেলায় ২৩হাজার ৫৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। তবে পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ধানক্ষেত। ক্ষয়ক্ষতি নিরপনে চেষ্টা চালাচ্ছেন উপজেলা কৃষি বিভাগ। পানি নিষ্কাশনে বৃহত একটি পরিকল্পনা ও প্রকল্প গ্রহন করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তরুন কুমার বালা।
জলাবদ্ধ নিরসনে খাল খননসহ সরকারের কাছে ধানের দাম বৃদ্ধি ও ভর্তুকীর দাবী ক্ষতিগ্রস্ত এলাকাবাসির।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ