বেনাপোল প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫দিন ছুটি শেষে সোমবার সকাল থেকে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। এতেই খুশি বন্দর ব্যাবহারকারীরা।
সকাল ১১টা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রফতানি বাহি ১৪৩ট্রাক পন্য দু দেশের বন্দর অভ্যান্তরে প্রবেশ করেছে বলে জানান বন্দর ও কাষ্টম সংশ্লিষ্টরা।
বন্দর কর্তৃপক্ষ ও সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারত ও বাংলাদেশে ৯ অক্টোবর থেকে ১৩অক্টোবর পর্যন্ত টানা ৫দিনে ছুটি শেষে সোমবার সকাল থেকে চালু হয়েছে আমদানি রফতানি। শুরু হয়েছে পন্য লোড আনলোডিংযের কাজ। টানা কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে দিন রাত কাজ চালু থাকবে বলে জানান ব্যাবসার সাথে সংশ্লিষ্টরা।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান ওপারে দূর্গা পুজার ছুটি ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর১৩ অক্টোবর রবিবার বাংলাদেশে ছুটি থাকায দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আমদানি-রপ্তানিকৃত খালি ট্রাক ফিরে গেছে দু দেশে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, পুজার ছুটি থাকালেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল। এসময়ে যাত্রীর চাপছিল বেশি।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। বেনাপোল থেকে কোলকাতার দুরত্ব ৮৪ কিলোমিটার। এ কারণে এ পথে আমদানিতারকে আমদানিতে আগ্রহ বেশি। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৬শ’ থেকে সাড়ে ৭শ’ পণ্য বোঝাই ট্রাক আসা যাওয়া করে। শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।
ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। টানা ৫দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এর প্রভাব পড়ে দেশের বাজারে এমনটাই জানান ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীরা।

