শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ট্রেনযোগে এসে বেনাপোল রেল স্টেশন পরিদশর্ন করলেন মহাপরিচালক

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি :
আন্তনগর রুপসীবাংলা ট্রেনযোগে এসে বেনাপোল রেল স্টেশন পরিদশর্ন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
শনিবার দুপুরে বেনাপোল রেল স্টেশন  এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন তিনি। দুপুর আড়াইটার দিকে মহাপরিচালক আফজাল হোসেন বেনাপোল এসে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাসহ স্থানীয় ব্যাবসায়ি নেতারা।
এসময় তার সফর সঙ্গি হিসাবে উপস্তিতিত ছিলেন বাংলাদেশ রেল চীফ মোহাম্মদ আলী মাসুম. চীফ অপারেটিং আফসান উল্লাহ ভুইয়া।
চিফ কমাশিয়াল মানেজার সুজিত কুমার বিশ্বাস এবাং মহা পরিচালকের একান্ত সচিব নাসির উদ্দিন ও বিভাগীয পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বিভাগীয বানিজ্য কর্মকর্তা গৌতম কুমার সহ রেল ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বেনাপোল থেকে দিনে ২ বার আন্তনগর রুপসীবাংলারেল চালুসহ করোনা প্রতিরোধে ভারত বাংলাদেশ  মালব্হি ও যাত্রীবাহি রেল চালুর দাবী জানান যাত্রী ও স্থানীয়রা।

আরো পড়ুন

সর্বশেষ