শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ডাচদের ২২৯ রানে আটকে দিল বাংলাদেশ

আরো খবর

এক অর্থে পুনে-চেন্নাইয়ের সঙ্গে ইডেন গার্ডেন্সের তফাত নেই। কাঁটা তারের এপার-ওপার আর একই ভাষা হলেও ইডেন গার্ডেন্সে খেলার তেমন অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। তবে এই মাঠে পক্ষে দর্শক পেয়েছেন সাকিবরা। ভক্তদের সমর্থনে কিংবা পুঁচকে নেদারল্যান্ডসে পেয়ে জ্বলে উঠেছেন বোলাররা। ইনিংসের শেষ বলে ডাচদের অলআউট করেছেন ২২৯ রানে।

চমক দিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়া নেদারল্যান্ডস টস জিতে ব্যাট করতে নামে। দলের ৪ রানে তাসকিন ও শরিফুলের তোপে ফিরে যান দলটির দুই ওপেনার বিক্রমজিত সিং (৩) ও ম্যাক্স ওডড (০)। ওই ধাক্কা খানিকটা সামলে উঠলেও ৬৩ রানে মুস্তাফিজ ও সাকিবের বলে পরপর উইকেট হারায় ডাচরা। আউট হন ওয়েলসি বারাসি (৪১) ও কলিন আকারম্যান (১৫)।

আরো পড়ুন

সর্বশেষ