শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ডিবির অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

আরো খবর

নিজেস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের সাথে থাকা চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মো. কামরুজ্জামান ও সঙ্গীয় এএসআই রঞ্জন কুমার বসু এবং মো. শফিউল ইসলামের একটি টিম যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২) নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শহিদের দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ অভিযান চালিয়ে নড়াইল জেলার বিভিন্ন স্থান থেকে মো. হোসাইন (৩৮), লিটন মিয়া (২৮) ও শফিকুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করে। পরে কালনা ঘাট এলাকা থেকে আরও দুই চোর,আকাশ সরদার (২৭) ও মো. শাকের (২২)-কে আটক করা হয়।

এসময় আকাশ সরদারের কাছ থেকে একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকা থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া মটরসাইকেল:-১। একটি লাল রংয়ের Apache 160 সিসি মোটরসাইকেল, ইঞ্জিন নং-AE7AK2402880, চেসিস নং-PS637AE76K6L12944, রেজিঃ নম্বর বিহীন,
২। একটি লাল রংয়ের Discover 110 সিসি মোটরসাইকেল, ইঞ্জিন নং-JBZWED11115, চেসিস নং- MD2A14A29EWD85999, রেজিঃ নম্বর –ঢাকা মেট্রো-হ-৫১-১১১১,
৩। একটি লাল-কালো রংয়ের Discover 125 সিসি মোটরসাইকেল, ইঞ্জিন নং-JZYWJJ16194, চেসিস নং- MD2B44BY6JWJ94775, 125 wmwm, রেজিঃ নম্বর বিহীন,
৪। একটি লাল রংয়ের Apache 160 সিসি মোটরসাইকেল ইঞ্জিন নং- 634KE4X2A61169(Auo), চেসিস নং- OE4AJ23

63087, রেজিঃ নম্বর বিহীন।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেছেন,গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা একাধিক জেলায় চুরি করে মোটরসাইকেল পাচার করত। আটককৃতরা আন্তঃজেলা ও বিভাগীয় চোর চক্রের অন্যতম সদস্য।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

আরো পড়ুন

সর্বশেষ