শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ডেঙ্গু চিকিৎসায় ভারত থেকে স্যালাইন আমদানি

আরো খবর

 শার্শা প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি হয়েছে।
স্যালাইন  আমদানি কারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানি ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। এর আগে গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছিল।
প্রাথমিক অবস্থায়  ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।  পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমান বাড়তে পারে।
স্যালাইন আমদানি কারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মুল্যে মানুষ ক্রয় করতে পারবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, বন্দর থেকে দ্রুত ছাড় করনের সহযোগীতা করছে বন্দর কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ