প্রেস বিজ্ঞপ্তি: যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার “তারুণ্য নির্ভর উন্নত সমাজ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনুসূয়া বড়–য়া।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্স আহম্মেদ।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিশুর শিক্ষা ও পরিচর্যা, ডেঙ্গু প্রতিরোধ, টইফয়েড টিকাদান কর্মসূচি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে দুইশতাধিক নারী উপস্থিত ছিলেন।

