একাত্তর ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে কেবল টিকেট ও পাসপোর্টধারী যাত্রীরা ঢুকতে পারবেন বলে জানিয়েছে তারা।
মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে-এ যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকল যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমান বন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতিত সকল সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।”
তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আগামী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন বলে বিএনপি জানিয়েছিল।
এ সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা যায় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে ওইদিনের যাত্রীদের আগেভাগেই বিমানবন্দর বা তার আশপাশের এলাকায় এসে অবস্থান করার জন্য বলা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান সড়কপথে সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে প্রায় তিন সপ্তাহ ধরে ভর্তি আছেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তারেক ঢাকায় এসে থাকবেন গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে।
এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
সূত্র: বিডিনিউজ

