শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের আগমন উপলেক্ষে বেনাপোলে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা মিছিল

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বেনাপোল এলাকায় বিরাজ করছে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। এ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত শ্রমিক অংশ নেন। মিছিল চলাকালে শ্রমিকরা তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র সাধারণ সম্পাদক মো. সাহিদ আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শ্রমিকরা তারেক রহমানকে দেশে ফেরার জন্য স্বাগত জানিয়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রদর্শন করেন।

শ্রমিক নেতারা বলেন, দেশের রাজনীতির অঙ্গনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মিছিলে অংশ নেওয়া শ্রমিকরা জানান, দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে তারা বিশ্বাস করেন। তারা বলেন, শ্রমিক সমাজ সবসময় দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে—তারেক রহমান দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশাই শ্রমিক সম্প্রদায়ের।

আরো পড়ুন

সর্বশেষ