শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় ট্রাক উল্টে দুই ধান কাটা শ্রমিক নিহত, আহত ৭

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরও সাতজন শ্রমিক আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরি হিসেবে ২৫ থেকে ৩০ মন ধান পায়। ওই ধান নিয়ে  ট্রাকযোগে (যশোর-ট-১১৩৭৮৫) বাড়ি ফেরার পথে শনিবার সকালে তালা উপজেলার হরিশ্চেন্দ্রকাটি সরদারবাড়ি বটতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।
স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণে মূলত: এই দূর্ঘটনাটি ঘটেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, পুলিশ দূঘটনা কবলিত ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি।

আরো পড়ুন

সর্বশেষ