শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ  দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়েট্রাকের সংঘর্ষে  জামিরুল ইসলাম (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। জামিরুল উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে ও তালা মডেল হাই  স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীর বারাত দিয়ে খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু জানান, বেলা ১১টার দিকে  দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে  তালার দিকে  যাচ্ছিল জামিরুল।পথিমধ্যে  গোনালী বাজার এলাকায় আসলে বিপরীতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তার । এতে ঘটনাস্থলে নিহত হয়  জামিরুল।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ